সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় দিনব্যাপী নারীর গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনার 

খাগড়াছড়ি প্রতিনিধি 

মাটিরাঙ্গায় দিনব্যাপী নারীর গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনার 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বুধবার (১০ মে) উপজেলা সেমিনার হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মো. আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী,  খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক রোকেয়া আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্ল্যাহ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল প্রমুখ।

অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা,  আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ